Ajker Patrika

মারাইংতং ইকো রিসোর্ট উদ্বোধন ২০ নভেম্বর

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫: ২২
মারাইংতং ইকো রিসোর্ট উদ্বোধন ২০ নভেম্বর

বান্দরবানের আলীকদম উপজেলা সদরে মাতামুহুরি নদীর কূল ঘেঁষে নির্মাণ করা হচ্ছে মারাইংতং ইকো রিসোর্ট ৷ আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ এবং স্থানীয় লোকজ সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এ রিসোর্টের নির্মাণশৈলীতে। চলছে শেষ মুহূর্তের কাজ। ২০ নভেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হতে পারে।

আলীকদম শহরের একেবারে কাছাকাছি খরস্রোতা মাতামুহুরি কূল ঘেঁষা রিসোর্টটি নির্মাণ করছেন স্থানীয় যুব উদ্যোক্তা জয়নাল আবেদীন। এরই মধ্যে রিসোর্টটি সাধারণ মানুষ ও পর্যটকদের নজর কেড়েছে।

রিসোর্টের নির্মাণকাজ শুরু হয় গত বছরের মাঝামাঝি। নান্দনিক কাঠামোয় গড়ে তোলা হয়েছে রিসোর্টের বিভিন্ন স্থাপনা।

সরেজমিনে দেখা গেছে, সম্পূর্ণ কাঠ ও বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে দোতলা কটেজ। রিসোর্টের দক্ষিণ অংশে নির্মাণ করা হয়েছে রেস্তোরাঁ। ইট-কংক্রিটের দেয়ালজুড়ে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়েছে আস্ত বাঁশের শিল্পকর্ম। রিসোর্টের উত্তরাংশের দোতলা কটেজ আর দক্ষিণাংশের রেস্তোরাঁর সম্মুখভাগে রয়েছে ফুলের গাছ এবং সবুজ বীথিকা-বাগান।

আলীকদমের ঠিকাদার আব্দুল হামিদ বলেন, তাঁর আশা এ রিসোর্ট আলীকদমের পরিচিতিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

উদ্যোক্তা জয়নাল আবেদীন বলেন, অসমাপ্ত কাজ সম্পন্ন করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁর আশা, উপজেলার পর্যটন বিকাশে তাঁর এই রিসোর্ট বিশেষ অবদান রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত