Ajker Patrika

নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচার পদ গেল আ.লীগ নেতার

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫: ০৮
নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচার পদ গেল আ.লীগ নেতার

বান্দরবানের আলীকদমে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মারমাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। গত বুধবার বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ লক্ষ্মীপদ দাস স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেন।

এদিকে মংব্রাচিং মারমার পদে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনকে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

অব্যাহতি পত্রে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মংব্রাচিং মারমাকে গত ২৬ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৩ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও তিনি কোনো জবাব দেননি। এতে অভিযোগ করা হয়, উপজেলার চৈক্ষ্যং ইউপি নির্বাচনে দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করার জন্য তিনি ‘গভীর ষড়যন্ত্রে লিপ্ত’। এ অবস্থায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চৈক্ষ্যং ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস রহমানকে ভোট না দেওয়ার জন্য প্রকাশ্যে প্রচার চালানোর অভিযোগে মংব্রাচিং মারমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ফেরদৌস একটা অযোগ্য প্রার্থী, তাকে ভোট দিতে হবে না, ভোট খোঁজতে না গিয়ে বাড়ি গিয়ে ঘুমাও।’ গত রোববার ইউনিয়নের চৈক্ষ্যং রাস্তার মাথা, চিনারীর দোকান ও আবাসিকসহ বিভিন্ন এলাকায় গিয়ে চায়ের দোকানে বসে নেতা-কর্মীদের উপস্থিতি প্রকাশ্যে এমন মন্তব্য করেন তিনি।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমন বক্তব্যে নেতা-কর্মীদের বিচলিত না হয়ে দলের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক দুংড়িমং মারমা। তিনি বলেন, ‘একজন সভাপতির এমন মন্তব্যে নেতা কর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি হতে পারে। তাই তাকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’

অভিযোগের বিষয়টি জানতে মংব্রাচিং মারমার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত