Ajker Patrika

আলীকদমে সবার চোখ দলীয় মনোনয়নে

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১: ২১
আলীকদমে সবার চোখ দলীয় মনোনয়নে

বান্দরবানের আলীকদম উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাদের কাছে ধরনা দিচ্ছেন তাঁরা। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলায় এই অবস্থা দেখা গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফায় উপজেলার ৪টি ইউপিতে নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর। ৪ নভেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর।

এদিকে অনেকে মনে করছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গেলে জয় সহজ হবে। উপজেলা আওয়ামী লীগ নেতাদের সূত্রে জানা গেছে, একটি ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেতে সর্বোচ্চ ৪ জন পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন। তাই প্রার্থী বাছাইয়ে হিমশিম খেতে হচ্ছে। তবে স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং বলেন, ‘প্রতিটি ইউনিয়নে দলের একাধিক প্রার্থী রয়েছে। আমরা যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে দলের প্রার্থী করার চেষ্টা করছি।’

এদিকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় কেউ নির্বাচনে আসবে না বলে জানিয়েছেন সংগঠনের উপজেলার নেতারা। তবে কোনো বিদ্রোহী প্রার্থী নির্বাচন করবে কি না সে বিষয়ে এখনো খোলাসা হয়নি। এর মধ্যে বিএনপি সমর্থিত মো. ইউনুচ মিয়া মনোনয়ন চাইবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত