মেসির সঙ্গে চুক্তি অস্বীকার আল-হিলালের
লিওনেল মেসি ও আল-হিলালের গল্প যেন ‘থ্রিলার মুভি’, যে গল্পের প্রতি পরতে পরতে রয়েছে চমক। মোটা অঙ্কের টাকার চুক্তির পর শোনা যায়, সেই চুক্তিই নাকি হয়নি। এবার আল-হিলালের পক্ষ থেকেও চুক্তির কথা অস্বীকার করা হয়েছে। মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার চুক্তির কথা গত মঙ্গলবার জানিয়েছে এএফপি।