Ajker Patrika

বিশ্বকাপজয়ী মার্তিনেজ বারবার বাংলাদেশের কথা বলছিলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২৩, ১২: ৪৬
বিশ্বকাপজয়ী মার্তিনেজ বারবার বাংলাদেশের কথা বলছিলেন

শতদ্রু দত্ত বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন, ‘এমিলিয়ানো মার্তিনেজের খবরটা কি বাংলাদেশে ভাইরাল হয়েছে?’ গত কদিন কলকাতার সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জুলাইয়ের প্রথম সপ্তাহে আসছেন কলকাতায়। আজ শতদ্রু নিজেই ফেসবুকে জানিয়েছেন, মার্তিনেজ যেতে চান বাংলাদেশেও। 

মার্তিনেজকে কলকাতায় আনার কাজটা করছে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান শতদ্রু দত্ত অ্যাসোসিয়েট। এই প্রতিষ্ঠান এর আগে পেলে-ম্যারাডোনাকে কলকাতায় এনেছে। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত যখন মার্তিনেজকে কলকাতায় আনার চেষ্টা করছিলেন, তখন আর্জেন্টিনা গোলরক্ষক নিজেই জানালেন তিনি বাংলাদেশেও যেতে চান। 

শতদ্রু আজকের পত্রিকাকে বললেন, ‘‘লিওনেল মেসিকে কলকাতায় আনার একটা ইচ্ছে আছে আমাদের। ভাবলাম তার আগে মার্তিনেজকে আনি। ওর সঙ্গে যখন কলকাতা সফরের ব্যাপারে কথা হচ্ছিল, তখন সে নিজেই বারবার বাংলাদেশের কথা বলছিল। মার্তিনেজ বলল, ‘বাংলাদেশে যেতে চাই, ওখানে আমার অনেক ভক্ত আছে। তারা খুবই জনপ্রিয় আর্জেন্টিনাতে। আর্জেন্টিনা খুবই জনপ্রিয় বাংলাদেশে। কলকাতাতেও জনপ্রিয়। তবে বাংলাদেশের মানুষের উন্মাদনা একটু বেশি।’ তখন ওকে বললাম, তাহলে আমাকে একটা দিন বাড়তি দাও। মার্তিনেজ একটা দিন বেশি দিল বাংলাদেশের কথা ভেবেই।’’ 

শতদ্রু এখন বাংলাদেশের বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। জানালেন, ৯৫ শতাংশ কাজ চূড়ান্ত। এখনো পর্যন্ত যে কর্মসূচি, মার্তিনেজ ঢাকায় আসবেন ৩ জুলাই। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শেষে পরের দিন সকালে চলে যাবেন কলকাতায়। আগামী সপ্তাহে শতদ্রু সব চূড়ান্ত করতে ঢাকায় আসবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত