ফাইনালে ৪৭ বছর পর উঠেও তা উদযাপন করতে পারেননি ওয়েস্ট হামের ভক্তরা। বিপক্ষ দল এ জেড আলকমারের সমর্থকদের হামলায় পন্ড হয়ে যায় ওয়েস্ট হামের আনন্দ। এই ঘটনায় ক্ষমা চেয়েছে আলকমার ফুটবল ক্লাব।
গত পরশু এএফএস স্টেডিয়ামে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে মুখোমুখি হয় এ জেড আলকমার-ওয়েস্ট হাম। ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই রণক্ষেত্রে পরিণত হয় স্টেডিয়াম। আলকমারের সমর্থকেরা ওয়েস্ট হামের গ্যালারিতে গিয়ে আক্রমণ করা শুরু করেন। এই ঘটনায় গতকাল ক্ষমা চেয়ে এক বিবৃতিতে আলকমার ক্লাব বলেছে, ‘সবাই ঐতিহাসিক ইউরোপীয় ম্যাচ দেখার আশা করেছিলেন। রেফারির শেষ বাঁশি বাজার পরই মাঠ ঘোর অন্ধকারে পরিণত হয়। এই ঘটনা ভীষণ লজ্জাজনক। ফুটবল ম্যাচের জন্য না, কিছু সমর্থকের জন্য। সমর্থক শব্দটা এসব লোকদের সঙ্গে মানায় না। ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে ক্ষমা চাচ্ছি। ভালো মন মানসিকতার এ জেডের হাজার হাজার সমর্থকের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা এই ঘটনায় কষ্ট পেয়েছেন।’
কনফারেন্স লিগের সেমিফাইনালের দুই লেগ মিলে আলকমারের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় ওয়েস্ট হাম। ১৯৭৬ সালে সর্বশেষ ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠে ওয়েস্ট হাম। সেবার ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের ফাইনালে খেলে ইংলিশ এই ক্লাবটি। ব্রাসেলসে সেই ফাইনালে সেবার অ্যান্ডারলেক্টের কাছে ৪-২ গোলে হেরে যায় ওয়েস্ট হাম। যা ছিল এই টুর্নামেন্টে অ্যান্ডারলেক্টের প্রথম শিরোপা।
ফাইনালে ৪৭ বছর পর উঠেও তা উদযাপন করতে পারেননি ওয়েস্ট হামের ভক্তরা। বিপক্ষ দল এ জেড আলকমারের সমর্থকদের হামলায় পন্ড হয়ে যায় ওয়েস্ট হামের আনন্দ। এই ঘটনায় ক্ষমা চেয়েছে আলকমার ফুটবল ক্লাব।
গত পরশু এএফএস স্টেডিয়ামে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে মুখোমুখি হয় এ জেড আলকমার-ওয়েস্ট হাম। ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই রণক্ষেত্রে পরিণত হয় স্টেডিয়াম। আলকমারের সমর্থকেরা ওয়েস্ট হামের গ্যালারিতে গিয়ে আক্রমণ করা শুরু করেন। এই ঘটনায় গতকাল ক্ষমা চেয়ে এক বিবৃতিতে আলকমার ক্লাব বলেছে, ‘সবাই ঐতিহাসিক ইউরোপীয় ম্যাচ দেখার আশা করেছিলেন। রেফারির শেষ বাঁশি বাজার পরই মাঠ ঘোর অন্ধকারে পরিণত হয়। এই ঘটনা ভীষণ লজ্জাজনক। ফুটবল ম্যাচের জন্য না, কিছু সমর্থকের জন্য। সমর্থক শব্দটা এসব লোকদের সঙ্গে মানায় না। ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে ক্ষমা চাচ্ছি। ভালো মন মানসিকতার এ জেডের হাজার হাজার সমর্থকের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা এই ঘটনায় কষ্ট পেয়েছেন।’
কনফারেন্স লিগের সেমিফাইনালের দুই লেগ মিলে আলকমারের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় ওয়েস্ট হাম। ১৯৭৬ সালে সর্বশেষ ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠে ওয়েস্ট হাম। সেবার ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের ফাইনালে খেলে ইংলিশ এই ক্লাবটি। ব্রাসেলসে সেই ফাইনালে সেবার অ্যান্ডারলেক্টের কাছে ৪-২ গোলে হেরে যায় ওয়েস্ট হাম। যা ছিল এই টুর্নামেন্টে অ্যান্ডারলেক্টের প্রথম শিরোপা।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
২ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৫ ঘণ্টা আগে