প্রীতি ম্যাচেও বেলিংহামের সঙ্গে ঝগড়া ‘কসাই’ মার্তিনেজের
‘কসাই মার্তিনেজ’ নামে লিসান্দ্রো মার্তিনেজ তো এরই মধ্যে পরিচয় পেয়ে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার রক্ষণব্যূহ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। প্রতিযোগিতামূলক হোক বা প্রীতি ম্যাচ, তাঁর মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মার্তিনেজের প্রায়ই