
আগামী ২ নভেম্বর থেকে হাজার হাজার আফগান নাগরিকসহ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করবে পাকিস্তান। মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘোষণা দিয়েছেন।

আফগানিস্তানে তালেবান সরকারের হাতে বন্দী দুই নারী অধিকারকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকা এ দুই অধিকার কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। তাঁদের আটকের কোনো কারণ দেখায়নি তালেবান সরকার।

জিততে হলে কীভাবে রান তাড়া করতে হবে, সেই সমীকরণটা লেখা ছিল আফগান ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে একটি বোর্ডে। ১০ ওভারে ৫০, ২০ ওভারে ১০০; এভাবে ৪৮ ওভারে ম্যাচ জেতার সমীকরণ সাজিয়ে রেখেছিলেন আফগান কোচরা। এক মাস আগে হিসাবের গড় মিলে যে ভুল হয়েছিল, এবারও যেন সেই ভুল না হয়, তাই একটু বাড়তি সতর্কতা আফগানদের।

শুরুটা নাকি শূন্য থেকেই করতে হয়। এবারের বিশ্বকাপে সেই শূন্য থেকেই শুরু করেছিলেন পাথুম নিশাঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ডাক মেরে। তবে এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।