Ajker Patrika

আইসিসির শাস্তি পেলেন আফগান ওপেনার

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত পরশু ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। আফগানদের ইতিহাস গড়া সেই ম্যাচে সর্বোচ্চ রান করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ। সেই গুরবাজই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) থেকে শাস্তি পেয়েছেন।

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আফগানিস্তানের ইনিংসের ১৯ তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে আদিল রশিদের বলে এক রান নিতে যান আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। শাহিদীর ডাকে সাড়া দিয়ে রান নিতে যান গুরবাজ। স্ট্রাইক প্রান্তে ডাইভ দিয়েও রান আউট থেকে বাঁচতে পারেননি গুরবাজ। আউট হওয়ার পর গুরবাজ নিজের রাগ ঝেরেছেন সীমানার দড়িতে ব্যাট দিয়ে বাড়ি মেরেছেন। একই সঙ্গে চেয়ারেও ব্যাট দিয়ে আঘাত করেছেন। আইসিসির আচরণ বিধির প্রথম ধারা ভাঙায় তাঁকে ক্রিকেটের অভিভাবক সংস্থা থেকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তাঁর প্রথম অপরাধ। আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুসারে ক্রিকেটীয় যন্ত্রপাতি, জামাকাপড়, মাঠের যন্ত্রপাতি নষ্ট করা-এই আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। মাঠের আম্পায়ার রড টাকার, শরাফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার পল রাইফেল ও চতুর্থ আম্পায়ার পল উইলসন তাঁকে (গুরবাজ) এই শাস্তি দিয়েছেন। গুরবাজ দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আচরণবিধির প্রথম ধারা ভাঙার সর্বনিম্ন শাস্তি হচ্ছে আইসিসির তিরস্কার পাওয়া। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া, এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া। আইসিসির থেকে তিরস্কার পাওয়া গুরবাজ ২০২৩ বিশ্বকাপে আছেন দারুণ ছন্দে। ৪৯.৩৩ গড় ও ১০০.৬৮ স্ট্রাইক রেটে তিন ম্যাচে করেছেন ১৪৮ রান। যার মধ্যে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে করেছেন ৮০ ও ৪৭ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত