Ajker Patrika

বুধবার থেকে ১৭ লাখ আফগানকে দেশে ফেরত পাঠাবে পাকিস্তান

বুধবার থেকে ১৭ লাখ আফগানকে দেশে ফেরত পাঠাবে পাকিস্তান

আগামী ২ নভেম্বর থেকে হাজার হাজার আফগান নাগরিকসহ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করবে পাকিস্তান। মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘোষণা দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য ঘোষিত ডেডলাইন বুধবারই শেষ হচ্ছে। এটি উল্লেখ করে এক ভিডিওবার্তায় সরফরাজ বুগতি বলেছেন, ‘স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য আর মাত্র দুই দিন বাকি।’ 

তিনি বলেন, ‘আগামী ২ নভেম্বর থেকে আমাদের দীর্ঘ এ অভিযান শুরু হবে। আমরা কোনো শরণার্থীকে ফেরত পাঠাচ্ছি না। শুধু যারা অবৈধভাবে আছেন তাঁদের পাকিস্তান ছেড়ে যেতে হবে।’ 

পাকিস্তানে ৪০ লাখেরও বেশি আফগান অভিবাসী ও শরণার্থী রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ লাখই অবৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের অনেকে পাকিস্তানেই জন্মেছে এবং এখানেই জীবন কাটিয়েছে। 

এর আগে অক্টোবরের শুরুতে ইসলামাবাদ সব অবৈধ অভিবাসীকে আগামী ১ নভেম্বরের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। 

ইসলামাবাদ বলছে, আফগান শরণার্থীদের মধ্যে অনেকে অপরাধ, পাচার ও আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চলতি বছরে ২৪ টির মধ্যে ১৪টি আত্মঘাতী বোমা হামলাতেই আফগানদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইসলামাবাদের দাবি, জঙ্গিরা প্রশিক্ষণের জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করে।

তবে এ দাবি অস্বীকার করে কাবুল বলেছে, পাকিস্তানের নিরাপত্তা তাদের নিজস্ব বিষয়।

যেসব অভিবাসী স্বেচ্ছায় পাকিস্তান ছেড়ে যেতে চায় তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দুই থেকে তিন দিনের খাদ্য ও স্বাস্থ্য সুবিধা দেওয়ার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত