আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ ছাড়াল, পুরোপুরি ধ্বংস ১২ গ্রাম
পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে গতকাল শনিবার আঘাত হানা ভূমিকম্পে ৩২০ জনের বেশি মানুষের মৃত্যু হওয়ার পাশাপাশি কয়েক শ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আফগানিস্তানে মোট ছয়টি ভূমিকম্প হয় এবং এর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ৬ দশমিক ৩।