Ajker Patrika

আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ ছাড়াল, পুরোপুরি ধ্বংস ১২ গ্রাম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০: ৪৬
আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ ছাড়াল, পুরোপুরি ধ্বংস ১২ গ্রাম

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে গতকাল শনিবার আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৩২০ জনের বেশি মানুষের মৃত্যু হওয়ার পাশাপাশি কয়েক শ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

এদিকে পাঝওয়ক আফগান নিউজের সূত্রে জানা গেছে, হেরাতের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, প্রদেশে হওয়া কয়েকটি ভূমিকম্পে ৩০ জনের বেশি মানুষ মারা গেছে এবং আহত হয়েছে ছয় শতাধিক। কর্মকর্তাদের মতে, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সাইক জানান, ভূমিকম্পে হেরাতের জিন্দা জান জেলার তিনটি গ্রামের অন্তত ১৫ জন মারা গেছে এবং ৪০ জনের মতো আহত হয়েছে। এটি নিশ্চিত করেছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ। 

মন্ত্রণালয়ের মুখপাত্র একটি ভিডিও বার্তায় বলেছেন, ফারাহ ও বাদঘিস প্রদেশের কিছু বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের সূত্রে জানানো হয়, পশ্চিম আফগানিস্তানে মোট ছয়টি ভূমিকম্প হয় এবং এর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ৬ দশমিক ৩। 

ইউএসজিএস বলছে, সর্বশেষ ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার এবং এর উৎপত্তিস্থল হেরাতের জিন্দা জান জেলায় মাটির ৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পটি পার্শ্ববর্তী প্রদেশ ফারাহ ও বাদঘিসেও প্রভাব ফেলেছে। 

উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণি ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেট যেখানে মিলেছে, এর কাছাকাছি এলাকায় অবস্থিত। 

পাঝওয়ক আফগান নিউজ জানিয়েছে, ২০২২ সালের জুন মাসে পূর্ব আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ১ হাজার ৫০০ জন আহত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত