নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেট বিশ্বকাপের বোধন হচ্ছে আজ। তবে ‘বাংলাদেশের বিশ্বকাপ’ শুরু হতে আরও দুই দিনের অপেক্ষা। গতকাল ধর্মশালায় নিজেদের প্রথম কর্মদিবসে বাংলাদেশ দল শুধু ফিটনেস নিয়েই কাজ করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওতে দেখা যায়, দলের কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামও ঘাম ঝরাচ্ছেন জিমে। কোচও তবে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছেন? জবাবে শ্রীরামের কাছ থেকে হাসির প্রতিক্রিয়া মিলল হোয়াটসঅ্যাপ বার্তায়। বিশ্বকাপ দল নিয়ে সব বিতর্ক পেছনে ফেলে বাংলাদেশ এখন ঢুকে পড়েছে বিশ্বকাপ আসরের বৃত্তে। দর্শক-সমর্থকদের চোখও এখন মাঠে। যেখানে বাংলাদেশ যত গৌরবের গল্প লিখবে, ততই আনন্দে ভাসবে পুরো দেশ। আর ধারাবাহিক ব্যর্থ হলে হতাশায় পুড়বে দর্শক।
দেশের মানুষের এই চাওয়া, প্রত্যাশার কথা অজানা নয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। গতকাল আহমেদাবাদে অধিনায়ক দিবসে আইসিসির ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগ্যানের প্রশ্নে সাকিব বলেছেন, ‘আমাদের দল তৈরি। গতবার আমরা যা করেছিলাম, দেশ এবার তার চেয়ে ভালো কিছু প্রত্যাশা করছে।’
বছরের মাঝামাঝি সময়েও ওয়ানডেতে বাংলাদেশ দলের সমন্বয় ও প্রস্তুতি অসাধারণ ছিল। এর পরই নানা ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেট। এশিয়া কাপের আগে আকস্মিক অধিনায়কত্ব পাওয়া সাকিব খুব সময় পেয়েছেন দলকে গুছিয়ে নেওয়ার। তবে পেছনে তাকানোর সুযোগ আর নেই। সাকিব বলছেন, তাঁরা সেরাটা দিতে তৈরি, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে দেখুন, আমরা বিশ্বকাপ বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে কিছু করে দেখানোর সময় হয়েছে। আমাদের দল প্রস্তুত।’
বিশ্বকাপ শুরুর আগেই সাকিবের চোট নিয়ে একটা গুঞ্জন ছিল। সেটি নিয়ে যে এখন চিন্তা নেই, তাঁর ডেপুটি নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেছেন গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। গুয়াহাটিতে দুটি গা গরমের ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের অনায়াস এক জয়। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটিংয়ে পুরোনো রোগ ফিরে এলেও বোলাররা যথারীতি আশা আরও বড় করেছেন। তবে জিততে হলে বাংলাদেশকে নির্দিষ্ট কোনো বিভাগে নয়, ধারাবাহিক ভালো করতে হবে প্রতিটি বিভাগেই।
প্রায় দেড় মাসের এই লম্বা সফরে বাংলাদেশকে নিতে হবে লম্বা ভ্রমণের ঝক্কিও। ৬ ভেন্যুতে ৯ ম্যাচ খেলতে কদিন পরপর ছুটতে হবে এক শহর থেকে আরেক শহরে। একাধিক বিশেষজ্ঞ মনে করছেন, বাংলাদেশ দল যতই নিজেদের পেশাদার দাবি করুক, শেষ দিকে তাদের ভেঙে পড়ার ‘রোগ’ আছে। ফলে শুরুর দিকের কয়েকটি ম্যাচ জিতে গেলে শেষ চারের দৌড়ে বাংলাদেশকে ভালোভাবেই টিকে থাকতে হবে। দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের লক্ষ্যও সেমিফাইনালে যাওয়া। আজকের পত্রিকার বিশ্বকাপ ম্যাগাজিন ‘চ্যাম্পিয়ন’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সব দল সব দলের বিপক্ষে খেলবে, এটা চ্যালেঞ্জিং এক ফরম্যাট। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে আপনাকে। প্রতিটি দলের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কন্ডিশন বদলে যাবে। ৯টি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে ভিন্ন কন্ডিশনে আপনাকে ধারাবাহিক ভালো খেলতে হবে। সত্যি এটা চ্যালেঞ্জিং। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি, সেটা হবে দুর্দান্ত এক ফল। আর আমার লক্ষ্য এটাই।’
সেই লক্ষ্যপূরণের প্রথম ধাপে আগামী পরশু ধর্মশালায় বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ভারতের দৃষ্টিনন্দন এই ভেন্যুতে দারুণ এক জয় ছাড়া আর কীই-বা ভাবতে পারেন সাকিবেরা।
ক্রিকেট বিশ্বকাপের বোধন হচ্ছে আজ। তবে ‘বাংলাদেশের বিশ্বকাপ’ শুরু হতে আরও দুই দিনের অপেক্ষা। গতকাল ধর্মশালায় নিজেদের প্রথম কর্মদিবসে বাংলাদেশ দল শুধু ফিটনেস নিয়েই কাজ করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওতে দেখা যায়, দলের কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামও ঘাম ঝরাচ্ছেন জিমে। কোচও তবে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছেন? জবাবে শ্রীরামের কাছ থেকে হাসির প্রতিক্রিয়া মিলল হোয়াটসঅ্যাপ বার্তায়। বিশ্বকাপ দল নিয়ে সব বিতর্ক পেছনে ফেলে বাংলাদেশ এখন ঢুকে পড়েছে বিশ্বকাপ আসরের বৃত্তে। দর্শক-সমর্থকদের চোখও এখন মাঠে। যেখানে বাংলাদেশ যত গৌরবের গল্প লিখবে, ততই আনন্দে ভাসবে পুরো দেশ। আর ধারাবাহিক ব্যর্থ হলে হতাশায় পুড়বে দর্শক।
দেশের মানুষের এই চাওয়া, প্রত্যাশার কথা অজানা নয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। গতকাল আহমেদাবাদে অধিনায়ক দিবসে আইসিসির ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগ্যানের প্রশ্নে সাকিব বলেছেন, ‘আমাদের দল তৈরি। গতবার আমরা যা করেছিলাম, দেশ এবার তার চেয়ে ভালো কিছু প্রত্যাশা করছে।’
বছরের মাঝামাঝি সময়েও ওয়ানডেতে বাংলাদেশ দলের সমন্বয় ও প্রস্তুতি অসাধারণ ছিল। এর পরই নানা ঘটনায় টালমাটাল দেশের ক্রিকেট। এশিয়া কাপের আগে আকস্মিক অধিনায়কত্ব পাওয়া সাকিব খুব সময় পেয়েছেন দলকে গুছিয়ে নেওয়ার। তবে পেছনে তাকানোর সুযোগ আর নেই। সাকিব বলছেন, তাঁরা সেরাটা দিতে তৈরি, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে দেখুন, আমরা বিশ্বকাপ বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে কিছু করে দেখানোর সময় হয়েছে। আমাদের দল প্রস্তুত।’
বিশ্বকাপ শুরুর আগেই সাকিবের চোট নিয়ে একটা গুঞ্জন ছিল। সেটি নিয়ে যে এখন চিন্তা নেই, তাঁর ডেপুটি নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেছেন গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। গুয়াহাটিতে দুটি গা গরমের ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের অনায়াস এক জয়। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটিংয়ে পুরোনো রোগ ফিরে এলেও বোলাররা যথারীতি আশা আরও বড় করেছেন। তবে জিততে হলে বাংলাদেশকে নির্দিষ্ট কোনো বিভাগে নয়, ধারাবাহিক ভালো করতে হবে প্রতিটি বিভাগেই।
প্রায় দেড় মাসের এই লম্বা সফরে বাংলাদেশকে নিতে হবে লম্বা ভ্রমণের ঝক্কিও। ৬ ভেন্যুতে ৯ ম্যাচ খেলতে কদিন পরপর ছুটতে হবে এক শহর থেকে আরেক শহরে। একাধিক বিশেষজ্ঞ মনে করছেন, বাংলাদেশ দল যতই নিজেদের পেশাদার দাবি করুক, শেষ দিকে তাদের ভেঙে পড়ার ‘রোগ’ আছে। ফলে শুরুর দিকের কয়েকটি ম্যাচ জিতে গেলে শেষ চারের দৌড়ে বাংলাদেশকে ভালোভাবেই টিকে থাকতে হবে। দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের লক্ষ্যও সেমিফাইনালে যাওয়া। আজকের পত্রিকার বিশ্বকাপ ম্যাগাজিন ‘চ্যাম্পিয়ন’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সব দল সব দলের বিপক্ষে খেলবে, এটা চ্যালেঞ্জিং এক ফরম্যাট। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে আপনাকে। প্রতিটি দলের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কন্ডিশন বদলে যাবে। ৯টি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে ভিন্ন কন্ডিশনে আপনাকে ধারাবাহিক ভালো খেলতে হবে। সত্যি এটা চ্যালেঞ্জিং। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি, সেটা হবে দুর্দান্ত এক ফল। আর আমার লক্ষ্য এটাই।’
সেই লক্ষ্যপূরণের প্রথম ধাপে আগামী পরশু ধর্মশালায় বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ভারতের দৃষ্টিনন্দন এই ভেন্যুতে দারুণ এক জয় ছাড়া আর কীই-বা ভাবতে পারেন সাকিবেরা।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে