সৌম্যদের ওপর বেশি চাপ দিতে চান না শান্ত
পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর থেকেই লাগাতার হেরে চলেছে বাংলাদেশ। ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবকটি ম্যাচেই ভরাডুবি হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ যখন বাংলাদেশ খেলতে নামছে, তখন নেই সাকিব আল হাসান-লিটন দাসের মতো তারকারাও।