ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ যে আজমতউল্লাহ ওমরজাইয়ের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা বলে দেবে পরিসংখ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিন বার। দুইবারই বাংলাদেশের বিপক্ষে। সেই ওমরজাই এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
আইসিসি আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ওমরজাইকে ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা করেছে। ২০২৪ সালে ১৪ ওয়ানডেতে ৪১৭ রান করেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫২.১২ ও ১০৫.৫৬। বিদায়ী বছরে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছিলেন। গত বছরের নভেম্বরে শারজায় অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল একটু মজারই। প্রথম দুই ম্যাচেই মেরেছিলেন ডাক। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৩৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন আফগান এই অলরাউন্ডার।
ওয়ানডেতে ২০২৪ সালে বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন ওমরজাই। ১৪ ওয়ানডেতে ৪.৯০ ইকোনমিতে নিয়েছিলেন ১৭ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর ১১৫ বলে ১৪৯ রান করে অপরাজিত ছিলেন ওমরজাই। ১৩ চারের পাশাপাশি মেরেছিলেন ৬ ছক্কা। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। ওমরজাই ২০২৪-এর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন।
২০২৪ সালের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় এই ব্যাটার গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছিলেন। ১৩ ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছিলেন ৭৪৭ রান। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫৭.৪৬ ও ৯৫.১৫। ছেলেদের গত বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা। বিদায়ী বছরে টেস্টে সর্বোচ্চ ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতীয় এই পেসার খেলেছিলেন ১৩ ম্যাচ।
আরও পড়ুন:
বাংলাদেশ যে আজমতউল্লাহ ওমরজাইয়ের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা বলে দেবে পরিসংখ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিন বার। দুইবারই বাংলাদেশের বিপক্ষে। সেই ওমরজাই এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
আইসিসি আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ওমরজাইকে ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা করেছে। ২০২৪ সালে ১৪ ওয়ানডেতে ৪১৭ রান করেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫২.১২ ও ১০৫.৫৬। বিদায়ী বছরে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছিলেন। গত বছরের নভেম্বরে শারজায় অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল একটু মজারই। প্রথম দুই ম্যাচেই মেরেছিলেন ডাক। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৩৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন আফগান এই অলরাউন্ডার।
ওয়ানডেতে ২০২৪ সালে বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন ওমরজাই। ১৪ ওয়ানডেতে ৪.৯০ ইকোনমিতে নিয়েছিলেন ১৭ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর ১১৫ বলে ১৪৯ রান করে অপরাজিত ছিলেন ওমরজাই। ১৩ চারের পাশাপাশি মেরেছিলেন ৬ ছক্কা। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। ওমরজাই ২০২৪-এর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন।
২০২৪ সালের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় এই ব্যাটার গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছিলেন। ১৩ ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছিলেন ৭৪৭ রান। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫৭.৪৬ ও ৯৫.১৫। ছেলেদের গত বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা। বিদায়ী বছরে টেস্টে সর্বোচ্চ ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতীয় এই পেসার খেলেছিলেন ১৩ ম্যাচ।
আরও পড়ুন:
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে