Ajker Patrika

আফগানিস্তানের বিপক্ষে রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়া আইসিসি ইভেন্টে সব সময় কঠিন প্রতিপক্ষ বিশ্বাস বাটলারের। ছবি: এএফপি
অস্ট্রেলিয়া আইসিসি ইভেন্টে সব সময় কঠিন প্রতিপক্ষ বিশ্বাস বাটলারের। ছবি: এএফপি

করাচিতে রায়ান রিকেল্টনের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ৩১৫ রান তুলেছে প্রোটিয়ারা। আফগানদের বিপক্ষে ওয়ানডে সংস্করণে এটি তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্য তাড়া করে ২৪৭ রান করেছিল। সেটি ছিল এত দিন তাদের সর্বোচ্চ স্কোর। আগে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ইনিংস ছিল গত বছর শারজায় করা ১০৬ রান। আজ নিজেদের সব স্কোরই ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। স্পোর্টিং উইকেটে আফগানিস্তানের সামনে রানপাহাড় দাঁড় করানো যে তাদের লক্ষ্য ছিল সেটি আর বলার অপেক্ষা রাখে না। রিকেল্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, বাভুমা, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করামের ফিফটিতে নিজেদের লক্ষ্যে অনুযায়ী ভালো স্কোরই গড়েছে প্রোটিয়ারা।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিটা অবশ্য বড় হয়নি দক্ষিণ আফ্রিকার। ষষ্ঠ ওভারেই মোহাম্মদ নবির বলে ভাঙে ২৮ রানের ওপেনিং জুটি। ১১ রানে ফেরেন টনি ডি জর্জি। দ্বিতীয় উইকেটে আর পেছনে তাকাতে হয়নি। বাভুমা ও রিকেল্টনের ১২৯ রানের জুটিতে দেড় শ পেরিয়ে যায় তারা। ২৯ তম ওভারে এবারও আফগানিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন নবি। ৭৬ বলে ৫৮ রানে ড্রেসিংরুমে ফেরান বাভুমাকে।

বাভুমা ফিরলেও রিকেল্টন তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। ৩৬ তম ওভারে রশিদ খানের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে ফিরতি বক্সে ঢোকার সুযোগ পাননি এই বাঁহাতি ব্যাটার। রিকেল্টনের ব্যাট বল মিস করায় স্ট্যাম্পিং করতে কোনো ভুল করেননি উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ। ১০৬ বলে ১০৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।

বাভুমার পর চার ও পাঁচ নম্বরে নামা ডুসেন ৪৬ বলে ৫২ ও মার্করাম ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। যার সৌজন্যে দক্ষিণ আফ্রিকা পায় ৬ উইকেটে ৩১৫ রানের বড় স্কোর। ৫১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন আফগানিস্তানে নবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত