আফগানিস্তানে ভালো আছে রশিদ-নবীদের পরিবার
তালেবানরা আফগানিস্তান দখলে নেওয়ার পর থেকে পরিবার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। দেশটির এই চলমান সংকটাপন্ন সময়ে শিষ্যদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আফগানিস্তানের সাবেক ব্যাটিং কোচ উমেশ পাটওয়ালও। পরে পাটওয়াল নিজেই ক্রিকেটারদের খোঁজখবর নিয়ে জানিয়েছেন, নিরাপদেই আছেন রশিদ-নবীদের পরিবার।