Ajker Patrika

আজই কি সিরিজ জয়

তাসনীম হাসান, চট্টগ্রাম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৮
আজই কি সিরিজ জয়

ঐচ্ছিক অনুশীলনে মুশফিকুর রহিম তো আসেনই। কিন্তু গতকাল তামিম ইকবালও বিশ্রামকে ‘না’ বলে চলে এলেন মাঠে। মাঠে এসে তাঁর অনেকক্ষণ কথা হলো জেমি সিডন্সের সঙ্গে। কথা শেষে নেটের দিকে তামিম আসতেই পিছু নিলেন সিডন্স। নেটে উইকেট দিয়ে দাগ এঁকে বাঁহাতি ওপেনারের ব্যাটিং স্টান্স ঠিক করে দিলেন। পেছনে দাঁড়িয়ে তামিমের ব্যাটিং পরখ করতে থাকলেন সিডন্স।

গতকাল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে আসা সব ব্যাটারকেই এভাবে হাতে-কলমে শেখালেন সিডন্স। আজ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে হলে টপ ও মিডল অর্ডারকে দ্রুত ভেঙে

পড়লে চলবে না, সেটিই পরিষ্কার গতকালের অনুশীলনে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আফিফ হোসেন ও মেহেদী মিরাজের দুর্দান্ত এক জুটিতে প্রথম ওয়ানডেতে আসা দারুণ জয়ের পর গতকাল বেশির ভাগ ক্রিকেটারই অবশ্য ছিলেন হোটেলে বিশ্রামে।

প্রথম ওয়ানডেতে ফজল হক ফারুকির দুর্দান্ত বোলিংয়ে ধসে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। আজও আলাদা সতর্কতা থাকবে এই বাঁহাতি পেসারের দিকে। তবে একা ফারুকিকে ভেবে ব্যাটিং করলে হিতে বিপরীত হতে পারে। প্রথম ওয়ানডেতে নির্বিষ থাকলেও রশিদ-মুজিবরা যে আজ নিজেদের সিন্দুকে জমা সব গোলাবারুদেরই ব্যবহার করতে চাইবেন। একই একাদশ নিয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা বাংলাদেশের টপ অর্ডারের পরীক্ষা তাই আজ একটু বেশিই।

অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসে সেটি মনে করিয়ে দিলেন রাসেল ডমিঙ্গোও। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেছেন, ‘ভালো করতেই হবে, তাতে সন্দেহ নেই। তামিম, মুশফিক, রিয়াদ, সাকিব, লিটনকে নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ আমাদের। ছেলেরা অনেক দিন টি-টোয়েন্টি খেলার পর এক দিনের ক্রিকেটে ফিরেছে। গতকালের (পরশু) পারফরম্যান্সে তারা নিজেরাও হতাশ। কাল (আজ) আরও অনেক ভালো পারফরম্যান্স আশা করছি।’ পরশুর ব্যাটিং-ধস নিয়ে চিন্তিত সিডন্সও। গতকাল ফেসবুক লাইভে এসে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান ব্যাটিং পরামর্শক বলেছেন, ‘আমরা জয় দিয়েই শুরু করেছি। শেষ দিকে গিয়ে সহজ জয়ই পেয়েছি। তবে শুরুতে আমরা চল্লিশের ঘরে ৬ উইকেট হারিয়ে ফেলি, ব্যাটিং কোচ হিসেবে আমার জন্য এটা ভালো কিছু নয়।’

টপ অর্ডারের ব্যর্থতা আর আফিফ-মিরাজের বীরোচিত জুটির আড়ালে প্রথম ওয়ানডেতে বোলিং-ফিল্ডিংয়ের ছোট ভুলগুলো ঢাকা পড়েছে। ডমিঙ্গো সতর্ক সেসব নিয়ে, ‘আমাদের আরও ভালো খেলতে হবে। প্রথম ম্যাচে আমরা ১৩টা ওয়াইড দিয়েছি। একটি ক্যাচ ফেলেছি। এরপর ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছি।’

হাতের মুঠো থেকে জয় ছিটকে যাওয়ায় আফগানরা আজ সিরিজে ফিরতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শেষ বিকেলে। তবে আফিফ-মিরাজের সৌজন্যে পাওয়া সেই রূপকথার প্রলেপে আরও একপ্রস্ত আবির লাগিয়ে দিতে আজও চাই জয়। এই জয়ে যে শুধু সিরিজটাই পকেটে পুরবে না তামিমের দল। জিতলেই যে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হটিয়ে বাংলাদেশ ওঠে যাবে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার চূড়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত