Ajker Patrika

অবিশ্বাস্য জয়ে ভাষা হারিয়ে ফেলেছেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবিশ্বাস্য জয়ে ভাষা হারিয়ে ফেলেছেন তামিম

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়টা অনুমিতই ছিল। প্রত্যাশিত জয় নিয়েই দল ছেড়েছে ২২ গজ। কিন্তু যে প্রেক্ষাপট থেকে বাংলাদেশ জিতেছে তা বহুদিন মনে রাখার মতোই। সেটা অবশ্য প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে সফল রান তাড়ার কারণেই নয়, পরাজয়ের চোখ রাঙানি উপেক্ষা করে আফগান স্পিন সামলে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব যেভাবে বাংলাদেশকে জিতিয়েছেন সেটার বিশেষ এক কথায় অবিশ্বাস্য। অধিনায়ক তামিম ইকবাল তো ভাষা হারিয়ে ফেলেছেন জয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে। 

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে রশিদ-নবীদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের ২১৫ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে শুরুতেই ধসে পড়ে স্বাগতিকদের টপ অর্ডার। ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৪৫ রানে দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ১০০ রানের মধ্যে অলআউটের আশঙ্কায় পড়েছিল দল। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস, ইয়াসির আলীদের আসা-যাওয়ার মিছিল লেগে যায়। 

পরে সিনিয়রদের ব্যর্থতার দায় ঘোচান মিরাজ ও আফিফ। সপ্তম উইকেটে দুজনের রেকর্ড ১৭৪ রানের অপরাজিত জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ তুলে নেয় অসাধারণ জয়। মিরাজ ৮১ ও আফিফ ৯৩ রানে অপরাজিত থাকেন। দুজনেরই ক্যারিয়ার সেরা ইনিংস। এমন একটা জয়ের পর আনন্দে আত্মহারা অধিনায়ক তামিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি।’ হারানোরই কথা। বাংলাদেশ যে পরিস্থিতি থেকে ম্যাচটা জিতেছে সেটা অবিশ্বাস্য। দল যে জিততে পারে এমন আত্মবিশ্বাস ছিল না তামিমেরও। 

শুরুতে অমন ব্যাটিং ধসের পর কি জয়ের আত্মবিশ্বাস ছিল? জবাবে ওয়ানডে অধিনায়ক তামিমের উত্তর, ‘সত্যি বলতে না। আমি আত্মবিশ্বাসী ছিলাম না। ৪৫ রানে ৬ উইকেট নেই, এই অবস্থায় ২১৫ রান তাড়া করা খুব কঠিন। এ রকম পরিস্থিতিতে মিরাজ ও আফিফ যেভাবে খেলেছে সেটা অবিশ্বাস্য। ওদের নিয়ে আমি খুশি এবং গর্বিত। এটা মোটেও সহজ ছিল না। আফগানিস্তানের দুর্দান্ত স্পিন আক্রমণ ওরা যেভাবে সামলেছে সেটা বিস্ময়কর। আমার বিশ্বাস এবং আশা এটাই শেষ নয়, এটা ওদের জন্য মাত্র শুরু। ওদের আরো অনেক ম্যাচ জিততে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত