Ajker Patrika

১০০ পেরিয়ে এগোচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১২
১০০ পেরিয়ে এগোচ্ছে বাংলাদেশ

আগে ব্যাটিং করার কারণ হিসেবে তামিম ইকবাল বলেছিলেন, আফগানিস্তানকে ২৫০-এর বেশি লক্ষ্য দিতে চায় তাঁর দল। উদ্বোধনী জুটির শুরুটাও ছিল সাবলীল। আগের ম্যাচের মতো উইকেট বিলিয়ে না দিয়ে ধীরগতির ব্যাট করে বাংলাদেশ। তবে থিতু হতে না হতেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তার পরেও ভালো সংগ্রহের পথে এগোচ্ছে স্বাগতিকেরা।

আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।

শুরুতে ব্যাটিংয়ে আসেন তামিম ও লিটন দাস। ইনিংসের শুরু থেকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তামিমকে। দ্বিতীয় ওভারেই দুটি বাউন্ডারিতে দেখিয়েছিলেন সম্ভাবনা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ফজল হক ফারুকির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন তিনি। ২৪ বলে ১২ রান করেন এই বাঁহাতি ওপেনার। 

৩৮ রানে তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও লিটন। স্ট্রাইক রোটেট করে খেলা চালিয়ে যান তাঁরা। লিটনকে যোগ্য সঙ্গে দেন সাকিব। তবে তাঁদের জুটি লম্বা হওয়ার আগেই সাকিবকে (৩৬ বলে ২০ রান) সাজঘরে ফেরান রশিদ খান। মিডল স্টাম্পে ঢোকা বলে এলবিডব্লিউ হন সাকিব। তৃতীয় উইকেটের জুটিতে লিটনের সঙ্গে দলীয় শতরান পার করে এগোচ্ছেন মুশফিকুর রহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত