অফিসে টাকার ছড়াছড়ি, চুরি হলেই সুইপার বিজয় হেলাকে দোষারোপ
বিজয় বলেন, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের অফিস থেকেও ৭৫ হাজার টাকা চুরি হয়েছে বলে কর্মকর্তারা অভিযোগ তুলেছেন। এ টাকাও বিজয় চুরি করেছে বলে কর্মকর্তারা সন্দেহ করছেন। অথচ বিজয় ওই কর্মকর্তার কক্ষ ঝাড়ু দেন না। বিজয়ের দাবি, অন্য কেউ চুরি করেছে।