নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট সীমান্তে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ও তাঁর সহযোগী সাদেক আহমদ আটক হয়েছেন।
আজ শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বার্তায় জানিয়েছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও তাঁর সহযোগীকে আটক করেছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবীর পাঠানো বার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী গোয়াবাড়িতে নিয়মিত টহল পরিচালনা করছিল। সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে আটক করে।
আটকদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমেদ (৫৫) এবং অপরজন তাঁর ছোট ভাই সাদেক আহমেদ (২৫)। উভয়েই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজী মনির উদ্দিনের ছেলে।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং ৪ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ও তাঁদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ তাঁদের জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সিলেট সীমান্তে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ ও তাঁর সহযোগী সাদেক আহমদ আটক হয়েছেন।
আজ শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বার্তায় জানিয়েছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও তাঁর সহযোগীকে আটক করেছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবীর পাঠানো বার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী গোয়াবাড়িতে নিয়মিত টহল পরিচালনা করছিল। সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে আটক করে।
আটকদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমেদ (৫৫) এবং অপরজন তাঁর ছোট ভাই সাদেক আহমেদ (২৫)। উভয়েই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজী মনির উদ্দিনের ছেলে।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং ৪ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ও তাঁদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ তাঁদের জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে।
৭ ঘণ্টা আগেজাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯ টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।
১১ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, নারী প্রতিনিধিত্ব ও রাষ্ট্রপতির ক্ষমতাসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগ্রগতি হয়েছে। তবে এখনো কিছু বিষয়ে আলোচনা বাকি রয়েছে, যেগুলো আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১১ ঘণ্টা আগেদুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ওএসডি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে