Ajker Patrika

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়াল আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৪
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়াল আটক

ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাঁর গুলশানের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়। 

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। 

তিনি জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যাবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র‍্যাব–১। 

র‍্যাব–১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে আটক করা হয়েছে। রাতে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। 

র‍্যাব–১ এর অধিনায়ক বলেন, তাঁকে আটক করতেই গুলশান কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। তাঁকে গুলশান থানায় হস্তান্তর করা হবে। 

এর আগে বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, রাজধানীসহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। 

তিনি বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হিরা আমদানির নামে বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগসহ প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের নামে উন্নতমানের কাচের টুকরো বিক্রির অভিযোগও রয়েছে। এসব অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত