Ajker Patrika

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা-ভাঙচুর: যৌথ অভিযানে আটক ১৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৫
আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা-ভাঙচুর: যৌথ অভিযানে আটক ১৩

সাভারের আশুলিয়ায় গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনের সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানিক দল। 

পুলিশ জানায়, কয়েক দিন ধরেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভে বহিরাগত, ছাঁটাইকৃত ও বন্ধ কারখানার শ্রমিকদের অনেকেই অংশ নেন। তাঁরা বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বেশ কয়েকটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ছাড়া হামলায় আহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য। 

আশুলিয়া থেকে আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার মো. ইসমাইল ও আলম; টাঙ্গাইল জেলার ফরহাদ মিয়া; দিনাজপুর জেলার মনির হোসেন; আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল; ঘোষবাগ এলাকার আসমা আক্তার; নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার ও কুলসুম বেগম; আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান এবং এক কিশোর। 

এ ছাড়া সাভার এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের নাম–ঠিকানা জানা যায়নি। 

আশুলিয়া থেকে আবু হানিফ নামের একজনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় আজ শুক্রবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, আবু হানিফ ঢাকা জেলা কৃষক দলের সদস্যসচিব। 

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়। এসব বিশৃঙ্খলার সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত