জাতপাত ভেদাভেদের আখ্যান ‘গঙ্গাপুত্রী’
প্রাণ বাঁচাতে দৌড়ে একেবারে বটতলার শ্মশানে গিয়ে থামলেন সাংবাদিক স্বপন। সেখানে মধ্যবয়সী অদ্ভুত এক নারীর সঙ্গে তাঁর দেখা। নাম কুমারী। ভালো বাংলা, হিন্দি তো বলেনই, শুদ্ধভাবে বলেন ইংরেজিও। তাঁকে নিয়ে কৌতূহল বাড়ে সাংবাদিকের। জানতে চান পরিচয়। কুমারী বলেন, ‘আমি ডোম। মড়া পোড়ানোর ডোম। ভালো ভাষায় লোকে যাকে বলে