Ajker Patrika

নৌকার বিরোধিতা করেও আ.লীগের সভাপতি-সম্পাদক

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১১: ৪৭
নৌকার বিরোধিতা করেও আ.লীগের সভাপতি-সম্পাদক

উপজেলা পরিষদ নির্বাচনে যাঁরা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদেরই করা হয়েছে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রাজশাহীর দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে দলের একাংশের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

গত বুধবার বিকেলে দুর্গাপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোট নেওয়া হয়নি। অনুষ্ঠানে আজাহার আলীকে সভাপতি ও শরিফুজ্জামান শরিফের নাম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা নাম ঘোষণা করেন।

দলীয় নেতা-কর্মীরা জানান, ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিপক্ষে কাজ করেছিলেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। সেবার নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

আর মনোনয়ন চেয়েও নৌকা না পাওয়ায় ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ সরদার। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ওই নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিপক্ষে অবস্থান নেন বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং তাঁর অনুসারী আজাহার আলী ও শরিফুজ্জামান শরিফ। এই আজাহার আলী ও শরিফুজ্জামানই হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক।

এ বিষয়ে কথা বলার জন্য নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফকে ফোন করা হলে তিনি ধরেননি। সভাপতি আজাহার আলী স্বীকার করেছেন তিনি এবং শরিফুজ্জামান উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, ‘এটা তো অস্বীকার করে লাভ নাই। আমরা নৌকার বিপক্ষেই ছিলাম। কিন্তু পরে আমাদের ক্ষমা করে দেওয়া হয়। আমরা আওয়ামী লীগের সঙ্গেই আছি।’

নৌকার বিরোধিতাকারীদের দলের গুরুত্বপূর্ণ পদে বসানোর বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বলেন, ‘২০১৯ সালের নির্বাচনে নজরুল ইসলাম যখন নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান হন, তখন গোটা দুর্গাপুরই তাঁর বিপক্ষে ছিল। প্রশাসনিকভাবে তাঁকে জিতিয়ে দেওয়া হয়েছে। যাঁরা নৌকার বিরোধিতা করেছিলেন, পরে তাঁদের দল সাধারণ ক্ষমা করে দিয়েছে। তাই এখন তাদের দলীয় পদে বসাতে কোনো সমস্যা নেই।’

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এই সাংসদ বলেন, ‘আমি তো এখন জেলা আওয়ামী লীগের দায়িত্বে। দুর্গাপুরে সম্মেলনে কারা নেতৃত্বে আসবে সেটা দুর্গাপুরের নেতাকর্মীরাই ঠিক করেছেন। তাঁদের সিদ্ধান্ত আমি কেবল ঘোষণা দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত