ফজলি আমের চেয়ে বেগুন, আলু, পটোলের দাম বেশি
অন্যান্য বছর আমের জন্য বিপদ হয় ঝড় ও শিলাবৃষ্টি। এবার তেমন বিপদ আসেনি। তারপরও শেষ সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমচাষিরা। গোপালভোগ, ক্ষীরশাপাতি, ল্যাংড়া, আম্রপালি আমের দাম মোটামুটি ভালো পেলেও ফজলি ও আশ্বিনা জাতের আমের দাম পাচ্ছেন না চাষিরা। এদিকে মাত্র চার দিন পর ঈদ। ঈদের সময় আম বেচাকেনা কম হয়। তাই আমচাষির