আজকের পত্রিকা ডেস্ক
যমুনা, ব্রহ্মপুত্র ও আত্রাই নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীতীরবর্তী এলাকার মানুষজন। প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসী বলছেন, এভাবে পানি বাড়তে থাকলে আবারও উঁচু কোথাও আশ্রয় নিতে হব। জানা গেছে, এবারের বন্যায় উপজেলার ৭৭টি গামের ১৪ হাজার ১৮০ পরিবারের ৫৬ হাজার ৭২০ জন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১০ হাজার ২৫০টি টিউবওয়েল পানিতে তলিয়ে যায়। এ কারণে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছিল।
পানিতে আংশিকভাবে নিমজ্জিত হয়েছিল ৫৫০টি বাড়িঘর। ডুবে গিয়েছিল উপজেলার ৬৮টি কাঁচা রাস্তা, তিনটি পাকা রাস্তা। এ ছাড়া ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের আংশিক ডুবে যাওয়ার কারণে এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
সারিয়াকান্দিতে দায়িত্বে থাকা গেজ রিডার পরশুরাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীতে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৮ মিটার; যা বিপৎসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে বাঙ্গালী নদীতে পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ৫২ মিটার; যা বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপনির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া বলেন, যমুনায় পানি বৃদ্ধি আরও কয়েক দিন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে দু-এক দিন পর জানা যাবে বন্যা হবে কি না।
বন্যার ধকল সামলে উঠতে না উঠতেই কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের নদের পানি ফের বাড়তে শুরু করেছে। ফলে নদের অববাহিকার নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
চিলমারী উপজেলা চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকার আব্দুল মান্নান (৬০) বলেন, ব্রহ্মপুত্রের পানি আবারও বাড়ছে। বন্যার আতঙ্কে রয়েছেন তিনি।
গতকাল দুপুর ১২টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার মো. জোবায়ের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উজানের ঢল ও ভারী বর্ষণের ফলে দিনাজপুরের খানসামা উপজেলার পাশ দিয়ে প্রবাহিত হওয়া আত্রাই নদীর পানিও বাড়ছে। এতে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে নদীতীরবর্তী কয়েকটি গ্রাম।
সরেজমিনে খানসামা আত্রাই সেতু পাড়ে দেখা যায়, নদীর পানি ১৫ সেন্টিমিটার অতিক্রম করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি কমে গেলে নদীর পানিও কমে যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান বলেন, নদীপাড়ের মানুষের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে ও পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।
যমুনা, ব্রহ্মপুত্র ও আত্রাই নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীতীরবর্তী এলাকার মানুষজন। প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসী বলছেন, এভাবে পানি বাড়তে থাকলে আবারও উঁচু কোথাও আশ্রয় নিতে হব। জানা গেছে, এবারের বন্যায় উপজেলার ৭৭টি গামের ১৪ হাজার ১৮০ পরিবারের ৫৬ হাজার ৭২০ জন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১০ হাজার ২৫০টি টিউবওয়েল পানিতে তলিয়ে যায়। এ কারণে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছিল।
পানিতে আংশিকভাবে নিমজ্জিত হয়েছিল ৫৫০টি বাড়িঘর। ডুবে গিয়েছিল উপজেলার ৬৮টি কাঁচা রাস্তা, তিনটি পাকা রাস্তা। এ ছাড়া ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের আংশিক ডুবে যাওয়ার কারণে এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
সারিয়াকান্দিতে দায়িত্বে থাকা গেজ রিডার পরশুরাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীতে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৮ মিটার; যা বিপৎসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে বাঙ্গালী নদীতে পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ৫২ মিটার; যা বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপনির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া বলেন, যমুনায় পানি বৃদ্ধি আরও কয়েক দিন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে দু-এক দিন পর জানা যাবে বন্যা হবে কি না।
বন্যার ধকল সামলে উঠতে না উঠতেই কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের নদের পানি ফের বাড়তে শুরু করেছে। ফলে নদের অববাহিকার নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
চিলমারী উপজেলা চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকার আব্দুল মান্নান (৬০) বলেন, ব্রহ্মপুত্রের পানি আবারও বাড়ছে। বন্যার আতঙ্কে রয়েছেন তিনি।
গতকাল দুপুর ১২টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার মো. জোবায়ের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উজানের ঢল ও ভারী বর্ষণের ফলে দিনাজপুরের খানসামা উপজেলার পাশ দিয়ে প্রবাহিত হওয়া আত্রাই নদীর পানিও বাড়ছে। এতে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে নদীতীরবর্তী কয়েকটি গ্রাম।
সরেজমিনে খানসামা আত্রাই সেতু পাড়ে দেখা যায়, নদীর পানি ১৫ সেন্টিমিটার অতিক্রম করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি কমে গেলে নদীর পানিও কমে যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান বলেন, নদীপাড়ের মানুষের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে ও পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪