Ajker Patrika

বর্ষায়ও পুড়ছে বরেন্দ্র বেকায়দায় কৃষক

রিমন রহমান, রাজশাহী
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৩: ৩১
বর্ষায়ও পুড়ছে বরেন্দ্র বেকায়দায় কৃষক

আষাঢ় বিদায় নিয়েছে। কিন্তু বরেন্দ্র অঞ্চলে তেমন কোনো বৃষ্টিই হয়নি। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অফিসের হিসাবে এবার আষাঢ়ে রাজশাহীতে বৃষ্টি হয়েছে মাত্র আট দিন। এর পরিমাণ ছিল ৩৯ দশমিক শূন্য ২ মিলিমিটার। গত বছরের আষাঢ় মাসে বৃষ্টি হয়েছিল ৩৫৪ মিলিমিটার। সে হিসাবে এ বছর আষাঢ়ে বৃষ্টি কম হয়েছে ৩১৫ মিলিমিটার। এ কারণে বেকায়দায় পড়েছেন কৃষক।

জানা গেছে, বর্তমানে রাজশাহীর মাঠে কাটার উপযোগী হয়েছে পাট ও আউশ ধান। এ ছাড়া নতুন করে রোপা আমনের চারা রোপণ শুরু হয়েছে। কিছু আউশ ধানে এখন সেচ দরকার। পাট জাগ দিতেও দরকার পানির। বৃষ্টিহীনতায় ধান আর পাট নিয়ে বেকায়দায় আছেন তাঁরা। পরিস্থিতি বুঝতে পেয়ে জেলা প্রশাসন সরকারি পুকুরগুলোতে পাট জাগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। গত রোববার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহীতে এবার ১৯ হাজার ১৫৮ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। গত রোববার পর্যন্ত ১৬ শতাংশ পাট কেটেছেন চাষিরা।

অন্যদিকে রাজশাহীতে আউশ ধান চাষ হয়েছে ৪৩ হাজার ১০৩ হেক্টর জমিতে। এই ধান কিছু এলাকায় কাটা হচ্ছে, অন্য ধানে প্রয়োজন হচ্ছে সেচের। কিন্তু বৃষ্টি না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। এ ছাড়া এবার বৃষ্টিহীনতার কারণে রোপা আমন ধানের চারা লাগানোর কাজও এগোচ্ছে না। কৃষি বিভাগ এবার ৮০ হাজার ৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরেছে। আষাঢ় চলে গেলেও এখন পর্যন্ত মাত্র ৬ হাজার ৬৫৪ হেক্টর আমনের চারা রোপণ করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীর বসন্তপুর গ্রামের কৃষক আয়নাল হক বলেন, চাষিরা সাধারণত বৃষ্টির পানিতেই রোপা আমন ও আউশ ধানের চাষ করেন। ফলন কম হয় বলে গভীর নলকূপ থেকে কেনা পানিতে এই ধান চাষ করলে তেমন লাভ হয় না। এবার বৃষ্টি না থাকায় অনেকের আউশের খেত ফেটে চৌচির হয়ে গেছে।

বাগমারার গোয়ালকান্দি গ্রামের পাটচাষি সাইফুল ইসলাম বলেন, আষাঢ় শেষেও বৃষ্টি না হওয়ায় খাল, বিল, পুকুর পানিশূন্য। চাষিরা পাট জাগ দেওয়ার মতো পানি পাচ্ছেন না। এতে তাঁরা বেকায়দায় পড়েছেন। তাঁর তিন বিঘা জমির পাট কাটার উপযোগী হয়েছে। গাছের আয়ু শেষ হওয়ায় পাতা শুকিয়ে যাচ্ছে। তাও জাগ দেওয়ার জায়গায় না থাকায় তিনি কাটতে পারছেন না। দুই-চার দিনের মধ্যে বৃষ্টি না হলে তাঁর পাট আর কাটা হবে না।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৩০ বছরের মধ্যে এবার আষাঢ়ে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে। গত বছর আষাঢ়ে বৃষ্টি হয়েছিল ২৫ দিন। বৃষ্টির পরিমাণ ছিল ৩৫৪ মিলিমিটার। এবার আষাঢ়ের এক মাসে বৃষ্টি হয়েছে মাত্র আট দিন। বৃষ্টি না থাকায় খাল-বিল পানিশূন্য হয়ে পড়েছে। কৃষকেরা বৃষ্টির জন্য তাকিয়ে আছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) তৌফিকুর রহমান বলেন, আউশ ধানটা কেনা পানিতে কোনোমতে তুলে নেওয়া যাবে। কিন্তু বৃষ্টির অভাবে আমন চাষ শুরু করা যাচ্ছে না। সবচেয়ে বিপদে আছেন পাটচাষিরা। তাঁরা পাট জাগ দেওয়ার মতো খালে-বিলে কিংবা পুকুরে পানি পাচ্ছেন না। বিষয়টি জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সভায় আলোচনা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি কমে গেছে। আমরা যে পরিমাণ গাছ কাটছি, সে পরিমাণ চারা রোপণ করছি না। এতে তো একটা বিরূপ প্রভাব পড়ছেই। তবে দুই-এক দিনের মধ্যে খুব বেশি না হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত