একই চত্বরে বাঘা মসজিদ ও লালবাগ কেল্লা!
এক পাশে রাখা রাজশাহীর বাঘা মসজিদ, এরপর টাঙ্গাইলের আতিয়া মসজিদ। এভাবে একে একে সাজিয়ে রাখা হয়েছে ঢাকার লালবাগ কেল্লা, কুমিল্লার শালবন বিহার, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারসহ প্রাচীন যুগ, মধ্যযুগ, সুলতানি ও মোগল আমলের বিভিন্ন স্থাপত্য ও নিদর্শনের নমুনা। এই নমুনা প্রদর্শনী চলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্