Ajker Patrika

সার সংকটে মজুতকে দায় কৃষি বিভাগের

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
Thumbnail image

চলতি আমন মৌসুমে রংপুরের মিঠাপুকুরে কৃষকেরা চাহিদা মোতাবেক সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তবে কৃষি বিভাগ বলছে, অনেকে আগাম কিনে মজুত করায় এবং আতঙ্ক ছড়ানোর কারণে কিছুটা সংকট দেখা দিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মিঠাপুকুরে ৩৭ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এ জন্য  চলতি মাসে ১ হাজার ১৫২ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে। আগস্ট মাসে বরাদ্দ ছিল ১ হাজার ৮০০ মেট্রিক টন। গত শনিবার পর্যন্ত নতুন বরাদ্দের ১৬০ মেট্রিক টন সার উত্তোলন করা হয়েছে।

বিএডিসির ডিলার খলিলুর রহমান জানান, এ সময় সারের এত চাহিদা থাকার কথা নয়। অনেকেই আরও দাম বাড়ার আশঙ্কা করে অতিরিক্ত সার কিনে মজুত করায় সংকটের ভীতি বিরাজ করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, ইতিমধ্যে আমন খেতে ৭০ থেকে ৮০ শতাংশ সার ব্যবহার করা হয়েছে। বর্তমানে যে পরিমাণ চাহিদা রয়েছে তা বরাদ্দ পাওয়া সার দিয়ে পূরণ করা সম্ভব হবে। ইতিমধ্যে ১৭ জন ডিলার কৃষকদের কাছে সার সরবরাহ করছেন।

কৃষকদের চাহিদা মোতাবেক সার না পাওয়ার অভিযোগ সম্পর্কে এ কৃষি কর্মকর্তা বলেন, অনেকে সংকট হতে পারে আশঙ্কা করে আলুসহ অন্যান্য ফসলের জন্য আগাম সার কিনে মজুত করছেন। কিছুটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এ ছাড়া চাষিরা মনে করেন, সার বেশি দিলে বেশি ফলন পাওয়া যায়। এসব কারণে কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল।

সাইফুল আবেদীন জানান, সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরও অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এখন আর সমস্যা নেই।

সাইফুল আবেদীন বলেন, বিসিআইসি ও বিএডিসি ডিলারদের নিজ এলাকার সব চাষিকে সার দিতে বলা হয়েছে। কেউ যাতে বেশি সার নিয়ে মজুত করতে না পারেন সে জন্য তাঁদের বস্তা না দিয়ে খুচরা অর্থাৎ কম করে বিক্রি করতে বলা হয়েছে।

যোগাযোগ করা হলে ফাতেমাতুজ জোহরা বলেন, ‘সার নিয়ে কোনো কারসাজি বরদাশত করা হবে না। মনিটরিং জোরদার করা হয়েছে। ১৭ ইউনিয়নে সোর্স নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় কিংবা গোপনে সার মজুত করলে লাইসেন্স বাতিল করাসহ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত