Ajker Patrika

শিক্ষার্থী কমে যাওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নোটিশ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

রংপুরের পীরগাছায় শিক্ষার্থী কমে যাওয়া বামন সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থী কমায় উপজেলা শিক্ষা অফিস তাঁকে এ নোটিশ দিয়েছে।

এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা সব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপপরিচালক। সেই সঙ্গে শিক্ষা বিভাগের কর্মকর্তা তিন দিন ধরে বিদ্যালয়টি পরিদর্শন করে ২০ জনের বেশি শিক্ষার্থী পাননি বলে জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়টি নিয়ে গত বুধবার আজকের পত্রিকায় ‘সৌভাগ্যবান ১২ শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছেন ৪ শিক্ষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই সঙ্গে অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে শিক্ষা অফিসের। পরে  প্রধান শিক্ষক আনোয়ারাকে নোটিশ দেওয়া হয়।

একই দিনে পীরগাছার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে আসেন প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপপরিচালক মোজাহিদুল ইসলাম। এ সময় তিনি বামন সরদার বিদ্যালয়ের সব অনিয়ম দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল ইকবাল বলেন, ‘পরপর তিন দিন আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি। ২০ জনের অধিক শিক্ষার্থী পাওয়া যায়নি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ওই প্রধান শিক্ষককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত