বেরোবিতে ১৩ বছরেও হয়নি স্থায়ী শহীদ মিনার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও ক্যাম্পাসে নির্মাণ করা হয়নি স্থায়ী শহীদ মিনার। এতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুনজরের অভাবে বিষয়টি এখনো অবহেলিত থেকে গেছে।