রংপুর প্রতিনিধি
পীরগঞ্জ উপজেলার কৃষক দেলদার মিয়ার মৃত্যুরহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ চার বছর পর ওই কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বাবা দেলদার মিয়াকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করেছেন ছেলে সোহেল মিয়া ওরফে লেবু মিয়া।
গতকাল মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই এর রংপুর জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি বিকেলে পীরঞ্জের চাপাবাড়ি গ্রামের কৃষক দেলদার মিয়াকে (৬০) অচেতন ও রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশের বাঁশঝাড়ে থেকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রমেকে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি সকালে মারা যান কৃষক দেলদার।
এ ঘটনায় রংপুরের কোতোয়ালি থানায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু হয়। পরবর্তীতে লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে কৃষক দেলদার মিয়ার মৃত্যুকে অন্তিম ও নরহত্যা প্রকৃতির উল্লেখ করা হয়। পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়নাতদন্তের প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র পীরগঞ্জ থানায় পাঠায় কোতোয়ালি থানা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ব্যর্থ হন পীরগঞ্জ থানা-পুলিশ। পরে আদালত মামলাটি অধিকতর তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই রংপুরকে নির্দেশ দেন। তদন্ত শুরু করেন পিবিআইয়ের এসআই শফিউল আলম।
গতকাল সোমবার দেলদার মিয়ার মেজ ছেলে সোহেল মিয়া ওরফে লেবু মিয়াকে গ্রেপ্তার করে পিবিআই। আদালতে নেওয়া হলে বাবাকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে, দীর্ঘ চার বছর পর হত্যার রহস্য উদ্ঘাটন হওয়ায় জনমনে স্বস্তি ফিরছে বলে দাবি করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। তিনি বলেন, ‘ছেলে তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করে। কিন্তু পরিবারের লোকজন আন্তরিকভাবে সহায়তা না করায় ওই মামলার রহস্য উদ্ঘাটনে সময় লেগেছে। আসামি নিজেই আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। এখন দ্রুততম সময়ের মধ্যে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।’
পীরগঞ্জ উপজেলার কৃষক দেলদার মিয়ার মৃত্যুরহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ চার বছর পর ওই কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বাবা দেলদার মিয়াকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করেছেন ছেলে সোহেল মিয়া ওরফে লেবু মিয়া।
গতকাল মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই এর রংপুর জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি বিকেলে পীরঞ্জের চাপাবাড়ি গ্রামের কৃষক দেলদার মিয়াকে (৬০) অচেতন ও রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশের বাঁশঝাড়ে থেকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রমেকে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি সকালে মারা যান কৃষক দেলদার।
এ ঘটনায় রংপুরের কোতোয়ালি থানায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু হয়। পরবর্তীতে লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে কৃষক দেলদার মিয়ার মৃত্যুকে অন্তিম ও নরহত্যা প্রকৃতির উল্লেখ করা হয়। পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়নাতদন্তের প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র পীরগঞ্জ থানায় পাঠায় কোতোয়ালি থানা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ব্যর্থ হন পীরগঞ্জ থানা-পুলিশ। পরে আদালত মামলাটি অধিকতর তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই রংপুরকে নির্দেশ দেন। তদন্ত শুরু করেন পিবিআইয়ের এসআই শফিউল আলম।
গতকাল সোমবার দেলদার মিয়ার মেজ ছেলে সোহেল মিয়া ওরফে লেবু মিয়াকে গ্রেপ্তার করে পিবিআই। আদালতে নেওয়া হলে বাবাকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে, দীর্ঘ চার বছর পর হত্যার রহস্য উদ্ঘাটন হওয়ায় জনমনে স্বস্তি ফিরছে বলে দাবি করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। তিনি বলেন, ‘ছেলে তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করে। কিন্তু পরিবারের লোকজন আন্তরিকভাবে সহায়তা না করায় ওই মামলার রহস্য উদ্ঘাটনে সময় লেগেছে। আসামি নিজেই আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। এখন দ্রুততম সময়ের মধ্যে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫