Ajker Patrika

বাদ পড়া ব্যক্তিদের টিকা নেওয়া শুরু

গঙ্গাচড়া ও মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ১৪
বাদ পড়া ব্যক্তিদের টিকা নেওয়া শুরু

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বিভিন্ন ইউনিয়নে যাঁরা এখনো টিকা নেননি, তাঁদের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন।

গঙ্গাচড়া: গতকাল উপজেলার সব ইউনিয়নে বাদ পড়া বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হয়। এদিন সকাল থেকে প্রত্যকটি ইউনিয়নে গিয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌসসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও এরশাদ উদ্দিন সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করে বলেন, টিকা নেওয়া ব্যতীত সব ধরনের জনসমাবেশে যোগদান ও রাষ্ট্রীয় সেবা গ্রহণ করতে গেলে অসুবিধা হতে পারে।

পরিদর্শনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে। করোনাভাইরাস প্রতিরোধে বাদ পড়া সব নাগরিককে বাড়ির কাছে টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহ্বান করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসিফ ফেরদৌস কর্মসূচি শুরুর আগে জানিয়েছিলেন, সব ইউনিয়ন পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা দেওয়া হবে। এটি নিতে নাগরিকদের কোনো রকম কাগজপত্র লাগবে না। শুধু তাঁদের নাম ও মোবাইল নম্বর জেনে নিয়ে টিকা দেওয়া হবে। নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচার চালানো হয়েছে।

মিঠাপুকুর: গতকাল প্রথম দিন চার ইউনিয়নে ক্যাম্প করে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। উপজেলার বালুয়ামাসিমপুর, বড়বালা, মিলনপুর ও গোপালপুরের বাসিন্দারা এই টিকা পেয়েছেন।

এ ছাড়া উপজেলায় প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

করোনা চিকিৎসার দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এ হালিম লাবলু জানান, টিকা নেওয়ার উপযুক্ত সবাইকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে টিকার আওতায় নেওয়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কেন্দ্র খুলে প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

লাবলু আরও বলেন, গতকাল পর্যন্ত ৫ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা নিয়েছন। তাঁদের জন্যও টিকা কার্যক্রম চলমান রয়েছে।

মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী জানান, টিকা নিতে লোকজনের আগ্রহ বেড়েছে। আর গোপালপুরের চেয়ারম্যান আমিরুল ইসলাম পাইকার বলেন, পুরুষের তুলনায় নারীদের ভিড় বেশি দেখা গেছে।

উপজেলার বড়হযরতপুর, মির্জাপুর ও ইমাদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে টিকা দেওয়া হবে ২২ ফেব্রুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত