নকলের অভিযোগে ম্লান এনটিআর-জাহ্নবীর রোমান্স
২০২১ সালের মাঝামাঝি সময়ে একটি সিংহলি ভাষার গান নিয়ে খুব মাতামাতি হয়। ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটির জনপ্রিয়তা শ্রীলঙ্কা থেকে বলিউড, বলিউড থেকে বাংলাদেশেও আছড়ে পড়ে। শুধু সাধারণ শ্রোতা নন, বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারাও গানটির প্রশংসায় সরব হন। মাগিকে মাগে হিথে গেয়েছিলেন ইয়োহানি দিলোকা ডি সিলভা, যা