Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

⊲ প্রধান (বাংলা সিনেমা)
অভিনয়: দেব, সোহম, সৌমিতৃষা, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্য়ায়
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: ধর্মপুর গ্রামে আগামী পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দায়িত্ব নিয়ে থানার প্রধান হিসেবে যোগ দেয় সদ্যবিবাহিত তরুণ পুলিশ অফিসার দীপক প্রধান। গ্রামে প্রবেশ করেই দীপক বুঝিয়ে দেয়, পুলিশের শিরদাঁড়া সোজা রেখে কাজ করাটাই চাকরির নিয়ম, লোভ বা নেতার কাছে মাথা নোয়ানো নয়! পুরো সিনেমায় দীপক প্রধান সেই কাজটাই করে যায়। গ্রামের পঞ্চায়েতপ্রধান জটিলেশ্বরের সাজানো আর্থিক কেলেঙ্কারির মিথ্যে অভিযোগ থেকে উদ্ধার করে সৎ হেডমাস্টার জীবনকৃষ্ণকে। এভাবেই ধর্মপুর গ্রামে দীপকের নেতৃত্বে নতুন নির্বাচনে জয়ী হয় সত্য ও সততার। পঞ্চায়েতপ্রধান নির্বাচনে হেরে যায়। ধর্মপুর গ্রামে উত্থান ঘটে জনদরদি পার্টির।
 
⊲ ফির আয়ি হাসিন দিলরুবা (হিন্দি সিনেমা)
অভিনয়: তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি, সানি কৌশল
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: ‘হাসিন দিলরুবা’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে সিনেমার দ্বিতীয় কিস্তি। রানি ও ঋষু তাদের অতীতকে ভুলে সুখে জীবন যাপনের চেষ্টায় এগিয়ে যাচ্ছে। সুন্দরভাবে নিজেদের জীবন যাপন করছে, আর তখনই গল্পের মোড় ঘুরে যায়। উপস্থিত হয় নতুন চরিত্র অভিমন্যুর। রানির জীবনে আবারও কি পরকীয়ার প্রেম আসতে চলেছে? এই চরিত্রে দেখা যাবে সানি কৌশলকে।
 
⊲ লিসা ফ্রাঙ্কেনস্টাইন (ইংরেজি সিনেমা)
অভিনয়: ক্যাথরিন নিউটন, কোল স্প্রাউস, লিজা সবির‍্যানো
দেখা যাবে: জিও সিনেমা
গল্পসংক্ষেপ: সৎবোন ট্যাফির সঙ্গে একটি পার্টিতে যায় লিসা। সেখানে মাইকেল নামের এক যুবকের বন্ধু লিসাকে মাদক সেবন করায়। একপর্যায়ে যৌন হয়রানির শিকার হয় সে। লিসা একটি কবরস্থানে যায় এবং ১৮৩৭ সালে মারা যাওয়া এক যুবকের কবরের সঙ্গে কথা বলে। জানায় নিজের মনের কথা, কষ্টের কথা। কবরের ওই মৃত যুবক ছিল একজন পিয়ানোবাদক, যে এক নারীর প্রেমে পড়েছিল। সেই নারী তাকে ছেড়ে চলে গিয়েছেল অন্য পুরুষের কাছে। একসময় বজ্রপাতে মারা গিয়েছিল পিয়ানোবাদক ওই যুবক। লিসা চলে যাওয়ার পর একটি বজ্রপাত এসে পড়ে ওই কবরে। যুবকটি জেগে ওঠে জোম্বি হয়ে। সে খোঁজ করে লিসার।
 
⊲ মিশন ক্রস (কোরিয়ান সিনেমা)
অভিনয়: হুয়াং জুং মিন, ইয়াম জুং
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: পার্ক ক্যাং মু একজন সাবেক স্পেশ্যাল এজেন্ট। ক্যাং মি সান পুলিশের ক্রাইম সেকশনের সাবেক কর্মকর্তা। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছে দুজনে। সুখেই কাটছিল জীবন। পেছনের দিনগুলো নিয়ে ভাবতে চায় না দুজনের কেউ। এমনি সময়ে গল্পে প্রবেশ ঘটে তৃতীয় চরিত্র জ্যাং হি জুর। ক্যাং মুর সাবেক সহকর্মী সে। একটি কেসের ব্যাপারে ক্যাংয়ের সাহায্য নিতে এসে স্ত্রী সানের সামনে প্রকাশ করে দেয় ক্যাং-এর সেই গোপন অতীত। সুখের সংসারে আসে অশনিসংকেত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত