Ajker Patrika

শোভিতার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য

শোভিতার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য

২০০৯ সালে তেলেগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাবে’তে একসঙ্গে কাজ করেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। সেই থেকেই প্রেম। আট বছর প্রেমের পর ২০১৭ সালের ৬ অক্টোবর বিয়ে করেন দুজন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে আদর্শ দম্পতি বলা হতো তাঁদের। তবে কয়েক বছর পরেই বদলে যায় দৃশ্যপট। ২০২১ সালে অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন দুজনে।

সামান্থার সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরেই গুঞ্জন ছড়ায় নতুন সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যর প্রেমের খবর শোনা যাচ্ছিল। তবে ব্যক্তিগত জীবন নিয়ে একেবারে চুপ ছিলেন তাঁরা।  ২০২৩ সালে ছুটি কাটাতে নাগা ও শোভা জুটি একসঙ্গে ইউরোপ গিয়েছিলেন। সে সময় লন্ডনের একটি রেস্তোরাঁয় দুজনের একান্ত ছবি ভাইরাল হতেই তাঁদের সম্পর্কের জল্পনা ঘনীভূত হতে থাকে। তবে সম্পর্ক নিয়ে জল্পনা চললেও দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে সব গুঞ্জন সত্যি হয়ে ধরা দিল। গতকাল নাগা ও শোভিতার বাগদান সম্পন্ন হয়েছে।

নাগা চৈতন্যর বাবা অভিনেতা নাগার্জুন আক্কিনেনি সোশ্যাল মিডিয়ায় ছেলের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। বাগদানের কয়েকটি ছবি শেয়ার করে নাগার্জুন লেখেন, ‘শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যর বাগদানের খবর দিতে পেরে আমি খুব আনন্দিত। সকাল ৯টা ৪২ মিনিটে ওদের বাগদান সম্পন্ন হয়েছে। আমাদের পরিবারে শোভিতাকে স্বাগতম। যুগলকে অনেক শুভেচ্ছা। ওদের জীবন ভালোবাসা ও সুখে ভরে থাকুক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’

নাগার্জুনের শেয়ার করা ছবিতে নবদম্পতিকে একদম সাবেকি পোশাকে দেখা গেছে। অফ হোয়াইট কুর্তা-পাজামায় নাগা, অন্যদিকে গোলাপি শাড়িতে শোভিতা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে, নাগা চৈতন্যর বাসায়ই হয়েছে বাগদানের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। বাগদানের খবর দিলেও কবে নাগাদ তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন তা জানানো হয়নি। বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষ দিকে নাগা ও শোভার বিয়ের সানাই বাজবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত