অসুস্থতাই বিরতির কারণ
ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উস্তাদ হোটেল’ দিয়ে সাফল্যের শুরু দুলকার সালমানের। কয়েক বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত তারকা। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’, ‘কালি’, ‘কুরুপ’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দুলকার।