Ajker Patrika

অসুস্থতাই বিরতির কারণ

অসুস্থতাই বিরতির কারণ

ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উস্তাদ হোটেল’ দিয়ে সাফল্যের শুরু দুলকার সালমানের। কয়েক বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত তারকা। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘চার্লি’, ‘কালি’, ‘কুরুপ’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দুলকার।

মালয়ালম ইন্ডাস্ট্রির গণ্ডি ছাড়িয়ে হাজির হয়েছেন তামিল, তেলুগু ও বলিউডে। তবে গত বছর থেকে হঠাৎ করেই কমতে থাকে তাঁর সিনেমা মুক্তির সংখ্যা।

২০২৩ সালে ‘কিং অব কথা’ নামে মাত্র একটি সিনেমা মুক্তি পায় দুলকার সালমানের। বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। অথচ এর আগের বছরই তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি মিলিয়ে চারটি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। সিনেমাগুলো আলোচিতও হয়েছিল।

গত বছরের মতো এ বছরও অনেকটা নিশ্চুপ তিনি। ‘কল্কি ২৮৯৮ এডি’তে অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন। ৩১ অক্টোবর হলে আসবে চলতি বছর দুলকারের প্রথম সিনেমা ‘লাকি ভাস্কর’।অভিনয় থেকে দুলকারের হঠাৎ গুটিয়ে নেওয়াটা মানতে পারেনি ভক্তরা।

তাঁর বিরতি নিয়ে ভক্তদের মনে নানা সমীকরণ ছিল। নতুন সিনেমা মুক্তির আগে তাই বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই বিরতি নিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দুলকার সালমান বলেন, ‘বিরতির খুব দরকার ছিল।

দুলকার সালমানআমার সর্বশেষ কয়েকটি সিনেমা ভালো করতে পারেনি। আমি শারীরিকভাবেও সুস্থ ছিলাম না। গত বছর মাত্র একটা সিনেমা করতে পেরেছি। এটা হয়তো আমারই দোষ যে, নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারিনি।’

দুলকারের বাবা মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার মামুট্টি। নিজের ব্যর্থতার সময়ে বাবার কাছে অনেক বিষয়ে পরামর্শ নিয়েছেন দুলকার। এ বয়সেও মামুট্টি সমান আগ্রহ ও উদ্যম নিয়ে সিনেমা করে যাচ্ছেন, বিষয়টি অবাক করে দুলকারকেও। তিনি বলেন, ‘বাবা যখন বাসায় থাকেন তখনো সিনেমা নিয়ে ভাবেন। একদিন হঠাৎ ‘‘পেয়ে গেছি’’ বলে চিৎকার করে ওঠেন। জিজ্ঞাসা করতেই বললেন, ‘‘আমার চরিত্রটা পেয়ে গেছি’’। কয়েক দিন পরেই যে সিনেমার শুটিং শুরু হবে, সেটা নিয়েই ভাবছিলেন বাবা। এভাবেই তিনি সব সময় তাঁর কাজ নিয়ে ভাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত