Ajker Patrika

আইয়ুব বাচ্চুর স্মরণে থাকবে বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা সংগীত তারকা আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে মারা যান গিটারের এই জাদুকর। এ উপলক্ষে আজ রাজধানীর পূর্বাচলে ঢাকা অ্যারেনায় আয়োজিত  ঢাকা রেট্রো কনসার্টে তাঁর স্মরণে বিশেষ আয়োজন রাখা হয়েছিল। কিন্তু গতকাল শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশন। কনসার্টের নতুন তারিখ ও ভেন্যু পরে জানিয়ে দেওয়া হবে বালে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। ঢাকা রেট্রো কনসার্টে গাইবে নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুট।

কনসার্টের তারিখ পেছানোর কারণ জানতে চাইলে ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘বৃষ্টির পূর্বাভাস থাকায় ও নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। ব্যান্ডগুলোর সঙ্গে কথা বলে শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।’

কনসার্টের তারিখ পেছালেও আয়োজন আগের মতোই থাকবে। এ বিষয়ে কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘আমাদের ব্যান্ডসংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। এখনো সেই সময়ের ব্যান্ডগুলোর কদর কমেনি। অনেকেই তাঁদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সে কারণেই ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা। এ ছাড়া এই কনসার্টে নব্বইয়ের দশকের লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে একটি বিশেষ আয়োজন যোগ হয়েছে। তাঁকে ট্রিবিউট করে মিজান অ্যান্ড ব্রাদার্স আইয়ুব বাচ্চুর চারটি গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের তিনজন সদস্য।’

অন্যদিকে, আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজারে সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব, ঢাকা; আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবং বন্ধুমহল এ আয়োজন করেছে। আয়োজনে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, মিউজিশিয়ানসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত