‘আজকের পত্রিকা’ যেন না হয় শুধুই ‘আরেকটি পত্রিকা’
বাংলাদেশের গণমাধ্যম কি স্বাধীন? রিপোর্টাররা কতটুকু পারেন অনুসন্ধানী রিপোর্ট করতে? আচ্ছা, অনুসন্ধানী রিপোর্ট নাহয় বাদই দিই, একটা সাধারণ রিপোর্ট, যেটি সরকারে থাকা রাঘববোয়াল, বড় ব্যবসায়ী/শিল্পপতি, বড় আমলা কিংবা অতি প্রভাবশালী কারও বিপক্ষে যায়, এমন কোনো খবর কি সহজেই দেওয়া যায়?