শিক্ষায় বিপ্লব
নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব ও রায়পুরা—এই ছয় উপজেলা নিয়ে গঠিত নরসিংদী জেলা। দক্ষিণ–পূর্বাঞ্চলে মেঘনাবিধৌত নিম্নভূমি, পশ্চিমাঞ্চলে উচ্চ সমতল ভূমি এবং উত্তরাঞ্চলে ছোট ছোট পাহাড়, টিলা, টেক ও নয়নাভিরাম অরণ্য আবরণে আবৃত। আড়িয়াল খাঁ, মেঘনা ও শীতলক্ষ্যার সুকোমল জলধারায় প্লাবিত এর জনপদ।