চুক্তি করো, না হয় পিএসজি ছাড়ো
প্রাক্-মৌসুম প্রস্তুতিতে এশিয়া সফর করবে পিএসজি। দলটির জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে থাকছেন না কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে দলে না রাখার কথা জানিয়ে দিয়েছে পিএসজি। আর এতে এই প্রশ্নটাও উঠে গেছে, পিএসজিতে থাকা কি শেষ এমবাপ্পের?