কথায় ঝাঁজ নেই, ম্যাচে কি থাকবে
মাথায় টুপি, চোখে কালো চশমা, হাতে তাঁর ওয়াকিটকি–চন্ডিকা হাথুরুসিংহেকে দেখলে মনে হবে, দুর্ধর্ষ কোনো ‘গোয়েন্দা’ চলে এসেছেন পালেকেল্লেতে বাংলাদেশ দলের অনুশীলনে। ‘মাস্টারমাইন্ড’, দুর্দান্ত ‘গেম প্ল্যানার’ বলতে যেমন চেহারা একজন মানুষের চোখে ভেসে ওঠে, গতকাল ঠিক তেমনই দেখাচ্ছিল হাথুরুকে।
অনুশীলনের ফাঁকে