ফাইনালের নবাব সিরাজ
ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্বপ্নের শুরু, স্বপ্নের বোলিং কাকে বলে, সেটির প্রামাণ্যচিত্র হিসেবে মোহাম্মদ সিরাজের কালকের ওই এক স্পেলে করা ৭ ওভার দেখানো যেতে পারে। শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ধ্বংসযজ্ঞের ‘শৈল্পিক’ রূপটাই যেন দেখালেন সিরাজ।