মুক্তিযুদ্ধের চেতনা ধারণের প্রত্যয়
সারা দেশের মতো খুলনায়ও মহান বিজয়ের ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে নগরী ছাড়াও পাইকগাছা, কয়রা, বটিয়াঘাটা ও রূপসাসহ সব উপজেলায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়েও নানা আয়োজনে পালিত হয় দিবসটি।