Ajker Patrika

সরকারি অফিসে জাতীয় পতাকা না ওঠায় নিন্দা

দাকোপ প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৪
সরকারি অফিসে জাতীয় পতাকা না ওঠায় নিন্দা

মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান পালনে খুলনার দাকোপে দুটি সরকারি অফিসে ওঠেনি জাতীয় পতাকা। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন।

গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে অন্যতম ছিল সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। কিন্তু উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

স্থানীয় এক সাংবাদিক বিষয়টি দেখে তাঁর ফেসবুক পেজে ওই দুই ভবনে জাতীয় পতাকা না ওঠানোর ছবিসহ তুলে ধরলে উপজেলাবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মোবাইলে ওই সাংবাদিককে ১০ মিনিটের মধ্যে পোস্টটি সরিয়ে ফেলার কথা বলেন। পোস্টটি না সরালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

মহান বিজয় দিবসের গৌরব গাঁথা এই দিনে সরকারি কর্মকর্তাদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহিত লাল রায় বলেন, ‘সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এটাকে সরকারের বিরুদ্ধাচরণ দাবি করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান খান মোবাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কৃষি অফিসে কী পতাকা উত্তোলন হওয়ার কথা? কৃষি অফিস সরকারি ১৭টি হস্তান্তরিত অফিসের একটি।’ এ ছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন বলেন, ‘বিষয়টি আসলে আমাদের ভুল হয়েছে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।’

এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আবুল হোসেন এ কাজের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ