আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট পেলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি
সিইসি বলেন, ‘আমাদের কাজকর্ম দলের নিবন্ধন নিয়ে। সরকারের আদেশটি পেয়ে নিই। গেজেট হোক। এখন তো মিডিয়ায় দেখছি, আপনাদের কথা শুনছি। একজাক্টলি কোন ধারায়, কোন ল্যাঙ্গুয়েজে তারা কি করে, না করে। এটি তো সরকারি গেজেট পাওয়ার পর আমরা জানতে পারব। তখন আমরা বসে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। আমি তো একা কোনো সিদ্ধান্ত...