Ajker Patrika

গাজীপুরে আ.লীগ, ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৫, ২১: ১০
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মোফাজ্জল হক। ছবি: সংগৃহীত
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মোফাজ্জল হক। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন (৩২) ও শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মোফাজ্জল হককে (৫৬) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, দক্ষিণখানের আশকোনার সিটি কমপ্লেক্স থেকে গত শনিবার মধ্যরাতে দেলোয়ার হোসেনকে এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে মোফাজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

অপরদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ারকে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গত ৫ আগস্ট শ্রীপুরের মাওনা ফ্লাইওভারের উত্তর পাশে (ওয়াপদা রোডে) মাসুম বিল্লাহ নামের এক পোশাকশ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর মা মোর্শেদা বেগম বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ৩৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির এজাহারভুক্ত আসামি মোফাজ্জল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত